Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citrus Project

প্রকল্পের নামঃ লেবু জাতীয় ফসলের সম্প্রসারণব্যবস্থাপনা   উৎপাদন বৃদ্ধি প্রকল্প 

প্রকল্প পরিচালকঃ  জনাব ফারুখ আহমদ, মোবাইল নম্বরঃ ০১৭১২৯১৭২৬২

প্রকল্পের মোট প্রক্কলিত ব্যয় (লক্ষ টাকা) ও মেয়াদ: (এপ্রিল/১৯-ডিসেম্বর ২০২৪), অনুমোদিত, জিওবি

উদ্দেশ্যঃ  ১) প্রকল্প এলাকায় লেবু জাতীয় ফল চাষ নিবিড়করণ ও প্রায় ১০-১৫% ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ২) প্রকল্প এলাকায় অতিরিক্ত ৪০,০০০ মে.টন মাল্টা ও কমলা উৎপাদনের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ৩) প্রকল্প এলাকায় মাল্টা ও অন্যান্য লেবু জাতীয় ফল উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের এলাকায় বাইরের ২৫% কৃষকদের উদ্বুদ্ধ করা, ৪) প্রকল্প এলাকার ২০টি সরকারী নার্সারীতে লেবু জাতীয় ফলের মাতৃবাগান স্থাপন ও চারা উৎপাদনের দক্ষতা প্রায় ২৫% বৃদ্ধি করা, ৫) প্রকল্প এলাকায় প্রদর্শনীভুক্ত কৃষকদের বিশেষ করে মহিলা কৃষকদের সহ অন্যান্য কৃষকদের আয় ১০% বৃদ্ধি করা ও ৮-১০% বেকারত্ব দূর করা, ৬) সাইট্রাস ডেভেলপমেন্ট ও কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত ৫০০০টি পুরাতন বাগানের ব্যবস্থাপনার মাধ্যমে ফলন ১৫-২০% বৃদ্ধি করা ।

কার্যক্রমঃ ৫৪,১০০টি লেবু জাতীয় ফসলের (মাল্টা, কমলা, বাতাবী লেবু ও লেবু) একক/মিশ্র প্রদর্শনী, ৫০০০টি পুরাতন লেবু জাতীয় ফল বাগান পরিচর্যা, ২০টি নার্সারী ব্যবস্থাপনা, চারা উৎপাদন ও উন্নয়ন, ২০ ব্যাচ অফিসার, ১০০ ব্যাচ এসএএও এবং ১৯৭০ ব্যাচ কৃষক প্রশিক্ষণ, ২৪৬টি উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও ৬১৫টি মাঠ দিবস, ৩টি জাতীয় ও ৩৫টি আঞ্চলিক কর্মশালা ।