প্রকল্পের নামঃ লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প
প্রকল্প পরিচালকঃ জনাব ফারুখ আহমদ, মোবাইল নম্বরঃ ০১৭১২৯১৭২৬২
প্রকল্পের মোট প্রক্কলিত ব্যয় (লক্ষ টাকা) ও মেয়াদ: (এপ্রিল/১৯-ডিসেম্বর ২০২৪), অনুমোদিত, জিওবি
উদ্দেশ্যঃ ১) প্রকল্প এলাকায় লেবু জাতীয় ফল চাষ নিবিড়করণ ও প্রায় ১০-১৫% ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ২) প্রকল্প এলাকায় অতিরিক্ত ৪০,০০০ মে.টন মাল্টা ও কমলা উৎপাদনের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ৩) প্রকল্প এলাকায় মাল্টা ও অন্যান্য লেবু জাতীয় ফল উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের এলাকায় বাইরের ২৫% কৃষকদের উদ্বুদ্ধ করা, ৪) প্রকল্প এলাকার ২০টি সরকারী নার্সারীতে লেবু জাতীয় ফলের মাতৃবাগান স্থাপন ও চারা উৎপাদনের দক্ষতা প্রায় ২৫% বৃদ্ধি করা, ৫) প্রকল্প এলাকায় প্রদর্শনীভুক্ত কৃষকদের বিশেষ করে মহিলা কৃষকদের সহ অন্যান্য কৃষকদের আয় ১০% বৃদ্ধি করা ও ৮-১০% বেকারত্ব দূর করা, ৬) সাইট্রাস ডেভেলপমেন্ট ও কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত ৫০০০টি পুরাতন বাগানের ব্যবস্থাপনার মাধ্যমে ফলন ১৫-২০% বৃদ্ধি করা ।
কার্যক্রমঃ ৫৪,১০০টি লেবু জাতীয় ফসলের (মাল্টা, কমলা, বাতাবী লেবু ও লেবু) একক/মিশ্র প্রদর্শনী, ৫০০০টি পুরাতন লেবু জাতীয় ফল বাগান পরিচর্যা, ২০টি নার্সারী ব্যবস্থাপনা, চারা উৎপাদন ও উন্নয়ন, ২০ ব্যাচ অফিসার, ১০০ ব্যাচ এসএএও এবং ১৯৭০ ব্যাচ কৃষক প্রশিক্ষণ, ২৪৬টি উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও ৬১৫টি মাঠ দিবস, ৩টি জাতীয় ও ৩৫টি আঞ্চলিক কর্মশালা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS