Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রদান প্রতিশ্রুতি

সেবার তালিকা:

১. স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ফুল , ফল , সবজি ও মসলার মান সম্পন্ন চারা / কলম ও বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ । 
২. কৃষিজীবিগণকে উদ্যানতাত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে উদ্যান ফসলের উন্নত প্রযুক্তি সম্প্রসারণ।
৩. পরিবেশ বান্ধব , নিরাপদ ও টেকসই উৎপাদনক্ষম উদ্যান ফসল সংশ্লিষ্ট কৃষি কার্যক্রম প্রবর্তন । 
৪. কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও ই - কৃষি তথ্য সেবা সম্প্রসারণ। 
৫. কৃষি উপকরণের ( চারা / কলম ও বীজ ) উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ। 
৬. মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণ।
৭. পানি ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যান ফসল উৎপাদন এবং ভূ - উপরিস্থ পানির ব্যবহারে উৎসাহিতকরণ।
৮. উদ্যান ফসলের ঘাত সহিঞ্চু জাত সম্প্রসারণ। 
৯. সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিকরণ। 
১০. উদ্যান ফসলের উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণ।
১১. উচ্চমূল্য উদ্যান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।
১২. প্রচলিত লাগসই উদ্যান ফসলভিত্তিক কৃষি প্রযুক্তি সংরক্ষণ ও সম্প্রসারণ। 
১৩. জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উদ্যান ফসল উৎপাদনে  বিরুপ প্রভাব মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তি ও পরামর্শ  প্রদান করা। 
১৪. “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ” শীর্ষক প্রকল্পের আওতায় -
       (ক) কৃষিজীবি/ নার্সারীম্যান ও কর্মকর্তা / কর্মচারীদের প্রশিক্ষণ,
       (খ) উদ্যান  ফসলের প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শণী স্থাপন,
       (গ) দেশী - বিদেশী উন্নত জাতের ফল বাগান  স্থাপন ও সম্প্রসারণ