Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
থাই বারমাসি কাটিমন আম
বিস্তারিত
বগুড়া জেলায় লাভজনক মিশ্র ফল বাগান প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক প্রতিষ্ঠান ’’হর্টিকালচার সেন্টার বনানী, বগুড়া’’। এই সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে ও সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম স্যারের প্রচেষ্টায় অত্র অঞ্চলে চাষ হচ্ছে বারমাসি জাতের "কাটিমন" আম। আজ ৫ নভেম্বর, তবুও গাছে মুকুল ও আম সবই আছে। অসময়ে বাগানে আম থাকায় কৃষকরা তা বিক্রি করে লাভবান হচ্ছেন।
এই বারোমাসী "কাটিমন" আমের অন্যতম বৈশিষ্ট্য হলো:
★বছরে ২-৩বার ধরে এবং প্রতি গাছে আমের সংখ্যাও যথেষ্ট বেশি;
★প্রতিটি মৌসুমেরই প্রতিটি আমের ওজন ২০০-৩০০ গ্রামের মত।
★লম্বাটে জাতের এই আম পাকলে হলুদাভ সুষম রং হয়।
★পাকা আম দেখলে মনে হবে কেমিক্যালে পাকানো আম;
★আমে কোন আঁশ নেই, প্রতিটি মৌসুমের আমের স্বাদই অপূর্ব;
★রোগবালাই নেই বললেই চলে। আম বাগানেও কোন রোগ বালাইয়ের দেখা মেলেনি;
★আমের বর্তমান পাইকারী বাজার মূল্য ২০০-২৫০ টাকা কেজি
★স্বাভাবিক রুমের তাপমাত্রায় এই আম ২০-২৫ দিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যায়।
ছবি
প্রকাশের তারিখ
14/11/2020
আর্কাইভ তারিখ
30/06/2022